মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ফুটপাত দখলমুক্ত করার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক *

অবৈধ ফুটপাত দখল কারীদের উচ্ছেদের দাবিতে আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে বিক্ষোভ করছে চট্টগ্রাম সচেতন ছাত্র-যুব সমাজের নেতৃবৃন্দ

চট্টগ্রাম মহানগরে জনদুর্ভোগ সৃষ্টিকারী অবৈধ ফুটপাত দখল কারীদের উচ্ছেদের দাবিতে বীর চট্টলার সচেতন ছাত্র ও যুবসমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি)  বিকেলে নিউমার্কেট সংলগ্ন জিপিওর মোড় থেকে  স্টেশন রোড় হয়ে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়  ও কোতোয়ালী মোড় প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়স্থ শহীদ কামাল উদ্দীন চত্বরে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও সুফিউর রহমান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা রায়হান নেওয়াজ সজীব, মারুফ আমেদ সিদ্দিকী, ইমতিয়াজ বাবলা, জাহিদ হোসেন খোকন, ফরহাদ আব্দুল্লাহ্, মো. ইসমাঈল, মো. শরীফ, সালাউদ্দিন, সোহেল রানা, অর্জুন দাশ, আবু নাসের জুয়েল, সারোয়ার হোসেন মো. সাজিবুল ইসলাম সজিব, মোশারফ আলী শাপলু, রমজান আলী, তানভীর বিন হাসান, নজরুল ইসলাম, আলী নুর রুবেল,মো. আরমান মো. শোয়েব, বিভূ দেব নাথ, ইউসুফ সানি, মাকসুদুর রহমান, মোমিনুল হক বাপ্পি,নজরুল ইসলাম সোহেল, মো. মাসুম, আব্দুর রহিম, হোসনে, মুরাদ মাহিন, রাসেল হোসেন বাবু, সোলাইমান জিকু, হৃদয় কুমার দাশ, আব্দুল্লাহ্ আল মামুন, তানজিম উদ্দিন, মাইনুদ্দিন রাজু, আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম,শেখ রিমেল,আসিফ রাইসুল,হারুনুর রশীদ সামিউন,সৌরেন বড়ুয়া রিও, বিনয় ভুষন দে,আবদুল্লাহ আল মামুন,মো. আসাদুজামান, পলাশ চক্রবর্তী,মামুন হোসেন, জাহেদ হাসান শহীদ, সজীব কান্তি দাশ নিসান, মো. জালাল আহমেদ, আরিফ মহিউদ্দিন, শাহাবুদিন শাবু, মো. সামিন, মোহাম্মাদ ইসফার, মো. সাব্বির ইমন হোসেন, মো. শাহারিয়ার নওশাদ, মো.নুহাশ,মেরাজ,রায়হান, জয়, অন্তু, সোহেল প্রমুখ।SIBL

এ সময় দেবাশীষ পাল দেবু বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিয়ত জনদুর্ভোগ নিরসনে কাজ করে যাচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল চট্টগ্রাম মেয়রের এসব জনহিতকর কাজকে বাধাগ্রস্থ করার জন্যে প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। চট্টগ্রামের সচেতন ছাত্র যুবসমাজ তাদের এই চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। ফুটপাত দখলমুক্ত করতে সিটি মেয়রের চলমান অভিযানকে স্বাগত জানান ও পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও