মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

চট্টগ্রাম জেলাপ্রশাসকের সাথে গণঅধিকার চর্চাকেন্দ্র নেতৃবৃন্দের মতবিনিময়সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক *

গতকাল ( ১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলাপ্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সাথে গণঅধিকার চর্চাকেন্দ্রের  বাংলা প্রচলনসংক্রান্ত বিষয়ে মতবিনিময়সভা জেলাপ্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।bsrm

সভায় বাংলা প্রচলন ও নামফলকে বাংলায় লেখার বিষয় উপস্হাপন করেন গণঅধিকার চর্চাকেন্দ্রের আহবায়ক ও মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। জেলাপ্রশাসক মনোযোগ সহকারে বক্তব্য শুনেন। তিনি তাঁর বক্তব্যে- বাংলায় নামফলক করার বিষয়ে একমত পোষণ করেন।  আইন ও আদালতে নির্দেশ বাস্তবায়নের প্রয়োজনীয় নির্দেশনা ও উদ্যোগ নেবেন বলে জানান।সভায় মুক্তিযোদ্ধারা জেলাপ্রশাসককে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বারেক হাসান,বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা হারিছ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার কামাল দুলু, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল আলম কাজল,বীর মুক্তিযোদ্ধা জাহেদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ভুইয়া,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড.ইদ্রিস আলী, গণঅধওকার চর্চাকেন্দ্রের সদস্য সচিব মশিউর রহমান খান, মহিলা আওয়ামী লীগনেত্রী হাসিনা আক্তার টুনু, গণঅধিকার চর্চাকেন্দ্রের আবদুল মাবুদ, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিন্সন ভৌমিক,নাগরিক ঐক্যের সমন্বয়কারী স্বপন মজুমদার, নাগরিক সংহতির হাসান মারুফ রুমি,  ক্যাবের জানে আলম, মাসিক ফটিকছড়ি সম্পাদক তারেকুল আনোয়ার, যুবনেতা মোরশেদ আলম, চট্টগ্রাম প্রজন্মের চৌধুরী জসিমুল হক,  এম কাইছার উদ্দীন, মীর সাকিব হোসেন প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও