নিজস্ব প্রতিবেদক *
আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যবসা প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের আয়োজনে বিবিএ ৪৮ তম ও ৪৯ তম ব্যাচের বিদায় সংবর্ধনা প্রদান ও বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মাওলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন শিকদার ও সভাপতিত্ব করেন বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ তৌফিকুর রহমান।
সহকারী অধ্যাপক মো. মাহমুদুল ইসলাম ও প্রভাষক আদিবা নাওয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বক্তব্য রাখেন প্রফেসর ড. নেজামুল হক, প্রফেসর ড. আব্দুল্লাহিল মামুন, প্রফেসর ড. মাহি উদ্দীন, প্রফেসর ড. নাজিম উদ্দীন, ড. এ এম শাহাবুদ্দিন, এমবিএ কো অর্ডিনেটর জোনায়েদ কবির, মোহাম্মদ হেলাল উদ্দিন, ফিমেল এমবিএ কো অর্ডিনেটর মিসেস নাহিদ সুলতানা, ফিমেল বিবিএ কো অর্ডিনেটর মিসেস কুলসুমা আক্তার নাহিদ প্রমুখ। এ সময় মঞ্চে বিভাগের অনন্য শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের একাডেমিক উচ্চশিক্ষার ও কর্মজীবনে নৈতিকতা চর্চার আহ্বান জানান বক্তারা। আইআইইউসির মূল্যবোধকে ধারণ করে দেশ ও জাতির ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ করা হয়। এ সময় বিভাগের মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে প্রথমবারের মতো বিজনেস ক্লাব থেকে ‘বিজনেস ক্লাব এ্যাওয়ার্ড’ প্রবর্তন করা হয়। প্রথম বছরে একাডেমিক রেজাল্টের ভিত্তিতে পাঁচজনকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়৷
এ সময় বিজনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বাশারাত হোসেন, ট্রেজারার মনজুরুল আলম মজুমদার, ড. নাজিমউল্লাহ, মোহাম্মদ আফজালুর রহমান, নুসরাত ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।