শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

সোশ্যাল ইসলামী ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট সভা অনুষ্ঠিত রাজশাহীতে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

সোশ্যাল ইসলামী ব্যাংকের রাজশাহী অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট মিটিং  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১০ ফেব্রুয়ারি) স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।bsrm

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান এবং রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. শাহরিয়ার খান। রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ, উপশাখা ইনচার্জগণ সহ অন্যান্য কর্মকর্তাগণ সভায় যোগদান করেন।  সভায় এ অঞ্চলের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম বলেন যে, বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স আহরণসহ ব্যাংকের সকল সূচকে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। রেমিট্যান্স আহরণে সোশাল ইসলামী ব্যাংক এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। সফলতার এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান এবং বিগত বছরের ন্যায় চলতি বছরেও ব্যাংকের লক্ষমাত্রা অর্জনে  সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও