বুধবার, ১৯ মার্চ ২০২৫

বইমেলা শুরু হচ্ছে শুক্রবার সিআরবির শিরীষতলায়

নিজস্ব প্রতিবেদক *

সিআরবির শিরীষ তলায় বই মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন  চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে শৃক্রবার (৯ ফ্রেরুয়ারি) বিকাল ৫টায় সিআরবির শিরীষতলায় অমর একুশে বই মেলা শুরু হচ্ছে। মেলা শেষ হবে ২ মার্চ। মেলার উদ্বোধন করবেন  চট্টগ্রাম সিটি মেয়র (প্রতিমন্ত্রী)  বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।bsrm

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের  পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম। সভাপতিত্ব করবেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে।

এই আয়োজনের বিভিন্ন দিনে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লোক উৎসব, মরমি উৎসব, বসন্ত উৎসব, তারুণ্যের উৎসব, নৃগোষ্ঠী উৎসব, শিশু উৎসব, লেখক সমাবেশ, যুব উৎসব, নারী উৎসব, চাটগাঁ উৎসব, মুক্তিযুদ্ধ উৎসব, পেশাজীবী সমাবেশ, কবিতা আবৃত্তি ও ছড়া উৎসব, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, গুণিজন সংবর্ধনা, সম্মাননা পদক এবং সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও