শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক *

bsrm

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মার কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী ঈগল পরিবহণের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত হয়েছে ৩জন । এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল দশটার সময় চকরিয়ার উত্তর হারবাং লাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে৷

নিহতরা হলেন- রুবিতা আক্তার (২৬), বশির মিয়া (৩৫) ও আব্দুল শুক্কুর (৪১। তবে আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি চিরিংগা হাইওয়ে পুলিশ।ads din

চিরিংগা হাইওয়ে পুলিশের এএসআই দিদার বলেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী ঈগল পরিবহনের বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে চট্টগ্রাম দিক থেকে আসা স্কয়ার ফার্মার একটি মালবাহী কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ ৩জন নিহত হন। আহত হয় বাসের ১০জন যাত্রী। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পরিদর্শক (ওসি) মো.মাহবুবুর রহমান বলেন, নিহতদের পরিবারকে খবর পাঠানো হয়েছে। আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও