মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের মতবিনিময়সভা অনুষ্ঠিত বাঁশবাড়িয়ায়

নিজস্ব প্রতিবেদক*

বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি আজিজ আহমেদ চৌধুরী

শুক্রবার ( ২ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের (এসজেএফ) নেতৃবৃন্দের সাথে বাঁশবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এক মতবিনিময়সভা সংগঠনের সভাপতি আজিজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে এটি ষষ্ঠ মতবিনিময়সভা। এর আগে সৈয়দপুর, বাড়বকুণ্ড, কুমিরা, ভাটিয়ারি ও সলিমপুর ইউনিয়নে এসজেএফ এর মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। আজকের এ সভায় ৩জন আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার ১০জন ব্যক্তি সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের ফরম পূরণ করে সদস্য হয়েছেন।bsrm

বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় মিলনয়াতনে অনুষ্ঠিত সভায় এসজেএফ এর ১৯ দফা কর্মসূচি, ১০ ফেব্রুয়ারি ভাটিয়ারি গল্ফ গার্ডেনে অনুষ্ঠেয় বার্ষিক বনভোজন, বাঁশবাড়িয়া ইউনিয়নের বিরাজমান সমস্যাসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তারা বক্তব্য রাখেন।

বক্তব্য রাখছেন সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ

সংগঠনের  সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান, সহ-সভাপতি মো. শামসুল আরেফিন, সহ-সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, সহ- সম্পাদক  ও পিকনিক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মো. শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, বনভোজনের  সাংস্কৃতিক ও র‌্যাফেল ড্র উপকমিটির আহবায়ক অধ্যাপক সঞ্জয় রায়, সহ-তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক  সাংবাদিক হাকিম মোল্লা, সদস্য আবু নাছের রিপন। বাঁশবাড়িয়া থেকে বক্তব্য রাখেন কর আইনজীবী পান্না বণিক, অ্যাডভোকেট আনোয়ার হোসেন চৌধুরী আজাদ, অ্যাডভোকেট  মো. আবদুর রশীদ সমুন, মো. একরাম উল্লাহ্ (নয়ন) মো. রবিউল হোসেন চৌধুরী, এ এস এম কলিমউল্লাহ পারভেজ চৌধুরী, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ হারুনুর রশিদ, আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া, নাহিদ নুর আকিব।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও