বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

চসিক ভ্রাম্যমাণ আদালতঃ দুই প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক *

চসিক ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বক্সিরহাট এলাকায় অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে তামুর ফুডস বেকারী এন্ড কনফেকশনারী ও শ্রী দূর্গা মুড়ি কারখানাকে জরিমানা আদায় করেন

নগরীর কোতোয়ালী থানাধীন বক্সিরহাট এলাকায় অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রির অপরাধে তামুর ফুডস বেকারী এন্ড কনফেকশনারীকে ২ লক্ষ টাকা এবং অস্বাস্থ্যকর, নোংরা ফ্লোরে মুড়ি ভাজা সহ চাল ও বাদাম মজুদের অপরাধে শ্রী দূর্গা মুড়ি কারখানাকে ৮০ হাজার টাকাসহ মোট ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।bsrm

সোমবার (২৯জানুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচলিত ভেজালবিরোধী অভিযানে আদালত    এসব জরিমানা আদায়  করেন।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

 ads din

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও