রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়রের উদ্যোগে চট্টগ্রামস্থ টাংকির পাহাড়, চাঁনমাড়ী রোড, লালখানবাজার এলাকায় বস্তিবাসীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ক্লাবের ধারাবাহিক কার্যক্রম হিসেবে রবিবার (২৮ জানুয়ারি) এই কর্মসূচি পালন করা হয়। ক্লাবের সেক্রেটারী রোটারিয়ান সৈয়দ মাহমুদ জেমি এর পরিচালনায় ক্লাবের সার্ভিস প্রজেক্ট ডাইরেক্টর রোটারিয়ান পিপি সুদীপ কুমার চন্দ,পিএইচএফ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। তিনি বলেন, বিত্তবানদের একটু সহযোগিতায় দরিদ্র ও অসহায় মানুষের যেমন উপকৃত হয়, তেমনি সমাজ ও দেশের উন্নতি সাধিত হয়। তাই বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর জন্য সকলের নিকট আহবান জানানো হয়।