মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিয়াদ (সৌদীআরব) প্রতিনিধি *

রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সৌদীআরব শাখার উদ্যোগে সংগঠনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৫ জানুয়ারি রাত ১১টায় স্হানীয় সানসিটি ক্লিনিক অডোটরিয়ামে পালিত হয়েছে ।

সংগঠনটির সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন এর সভাপতিত্বে, বখতিয়ার মোহাম্মদ ও ইয়াসির আরাফাত মানিকের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী হাফিজুল ইসলাম পলাশ। প্রধান বক্তা ছিলেন হাফেজ ক্বারী মাওলানা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন রিপন সরকার, আবু তাহের মো. মহিউদ্দিন,  ফয়েজ আহমেদ, খোরশেদ আলম, আব্দুল হালিম চৌধুরী,দিদারুল আলম, শেখ মো. নাসির উদ্দীন, আমজাদ খান জসীম, আব্দুল করিম ভূঁইয়া, নিজাম উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ।SIBL

পবিত্র কোরান তিলোয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।অনুষ্ঠানে বাথা শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে।

আব্দুল করিম ভূঁইয়াকে সভাপতি ও নিজাম উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাথা শাখা কমিটি ঘোষণা করেন সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন। ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  কেক কাটা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও