মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

কুলগাঁও বাস টার্মিণালের ৭৭ শতাংশ ভূমি  উদ্ধার করলো চসিকের ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক *

bsrm

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃতে বুধবার (২৪ জানুয়ারি)  নগরীন কুলগাঁও বাস-ট্রাক টার্মিণালের অধিগ্রহণকৃত ভূমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় উক্ত ভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে ৭৭ শতাংশ ভূমি দখলমুক্ত করা হয়।

এছাড়া স্পেশাল ম্যাজিস্ট্রেট মনিষা মহাজন বায়েজিদ ও দুই নম্বর গেটে রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে এগারটি মামলা রুজুপূর্বক ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও