মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

 মনজুর আলম কর্তৃক ফটিকছড়িতে গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভান্ডারী উদ্বোধন

ত্বরিকা-ই মাইজভান্ডারীর প্রবর্তক খাতেমূল আউলিয়া গাউছুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) র ১১৮তম উরস শরীফ উপলক্ষে ২৫০ ফুট মিনার-এ হযরত গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) শুভ উদ্বোধন করা হযেছে।

bsrm

মঙ্গলবার (২৩ জানুয়ারি ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের উদ্যোগে  হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে এ মিনারটি নির্মাণ করা হয়।  মঙ্গলবার সন্ধ্যায় ফলক উন্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে সুউচ্চ এ মিনার উদ্বোধন করা হলো। ফটিকছড়ি-২ সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সংসদ খাদিজাতুল আনোয়ার সনি, গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীল আওলাদে গাউসুল আযম হযরত শাহ সুফী সৈয়দ সহিদুল হক আল মাইজভান্ডারী (ম.জি.আ.), গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীল সৈয়দ মুহাম্মদ হাসান আল হাসানী আল মাইজভান্ডারী (ম.জি.আ.) সহ বিশিষ্টজনদের সাথে থেকে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম মিনার-এ হযরত গাউছুল আযম আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) নামক মিনারটি শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে এক সুধি সমাবেশে, খতমে কোরানে পাক, দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারুক বিতরণ করা হয়। সুধি সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। এতে প্রধান অতিথি ছিলেন যথাক্রেমে ফটিকছড়ি-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি, বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ সুফি সৈয়দ সহিদুল হক আল মাইজভান্ডারী (ম.জি.আ.), গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীল সৈয়দ মুহাম্মদ হাসান আল হাসানী আল মাইজভান্ডারী (ম.জি.আ.), গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ সুফি সৈয়দ নজরুল হুদা আল মাইজভান্ডারী, গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহসুফি সৈয়দ নাজিম উদ্দিন আল মাইজভান্ডারী। আলোচনা করেন শাহসুফি সৈয়দ ফখরুদ্দিন শাহ,  আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম, সৈয়দ মোহাম্মদ বাকের, শাহনেওয়াজ চৌধুরী, শফিউল আলম, সাজিদ হায়দার রেজু, আবুল কাসেম মেম্বার, রেজাউল করিম, রায়হান রুপু, গোলাম মাওলানা। সুধি সমাবেশে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেন, সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম একজন নিঃস্বার্থ সমাজসেবক। তিনি তার বাবা মা ও তার ছেলেরা তাদের বাবা-মা’র নামে ফাউন্ডেশন করে ১০৩টি প্রতিষ্ঠান পরিচালনা করে ঐতিহাসিক দায়িত্ব পালন করে চলেছেন। তিনি বলেন, মাইজভান্ডারী দরবার শরীফের অলি-আউলিয়াদের প্রতি শ্রদ্ধা সম্মান ও ভক্তির নির্দশন স্বরূপ একই আঙ্গিনায় এই আজিম নগরে মসজিদ, মিনার, মাদ্রাসা, শাহী ডেক, দাতব্য চিকিৎসালয়, বিশ্রাম খানা সড়কবাতির ব্যবস্থা করা হয়েছে। সনি আরো বলেন, মানবসেবা, ধর্মীয় অনুশাসন মেনে চলার ক্ষেত্রে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি তাঁকে অনুসরণ করার জন্য সকলকে আহ্বান জানান। গাউসিয়া আহমদীয়া মঞ্জিলের সাজ্জাদানশীল আওলাদে গাউছুল আযম শাহসুফী সৈয়দ সহিদুল হক বলেন, পবিত্র ইসলামের প্রচার-প্রসারে তরিকায়ে ভান্ডারীয়ার অবদান দেশ ও বিদেশে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, অলি-আউলিয়ার ভক্ত ও আশেকান সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম একজন মানবতাবাদী সমাজসেবক। তাঁর প্রতিটি সেবাধর্মী উদ্যোগ অনুসরণীয় দৃষ্টান্ত। গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীল সৈয়দ মোহাম্মদ হাসান (র.) বলেন, পবিত্র ইসলাম ধর্মের গবেষণা, ইসলামের প্রচার ও প্রসারে যারা যারা অবদান রাখছে তারা মহৎপ্রাণ মানুষ।

মোহাম্মদ মনজুর আলম অলি-আউলিয়া ভক্ত ও আশেকান। তাঁর প্রতিটি কর্ম প্রমাণ করে তিনি ইসলাম ধর্মের প্রতি কতটা আন্তরিক। তাঁর মানবসেবা ও ধর্মীয় কার্যক্রমে প্রমাণ করে তিনি একজন খাঁটি ইমানদার। তাঁর মানবসেবা কার্যক্রমকে তিনি প্রশংসা করেন। মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাছান আল মাইজভান্ডারী।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও