সীতাকুণ্ড প্রতিনিধি *
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটে।
সোমবার (২৩ জানুয়ারী ) উপজেলার দারোগারহাট সেবা ফিলিং স্টেশনের সামনে গভীর রাতে তুলাবাহী কাভার্ডভ্যানে আগুন লাগে।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এতে কাভার্ডভ্যানের ভেতরে থাকা অর্ধ লক্ষাধিক টাকার তুলা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে আগুন থেকে রক্ষা করা হয়েছে দশ লক্ষাধিক টাকার মালামাল।
জানা যায়,সিগারেটের আগুন থেকে তুলাভর্তি ওই কাভার্ডভ্যানে আগুন লাগে।ধারনা করা হচ্ছে চালক বা হেলপারের সিগারেটের ফেলে দেওয়া আগুন থেকে অসাবধানতাবশত ওই কাভার্ডভ্যানে আগুনের সূত্রপাত হয়।পরে ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি মহাসড়ক থেকে সরিয়ে কুমিরা হাইওয়ে ফাঁড়িতে এনে রাখা হয়েছে।উক্ত বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল।