মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

বারআউলিয়া হাইওয়ে থানার উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি *

ওপেন হাউস ডে অনুষ্ঠানে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষসহ পুলিশ কর্মকর্তারা

পুলিশই জনতা,জনতাই পুলিশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে,হাইওয়ে কুমিল্লা রিজিয়নের আওতাধীন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানার উদ্যোগে সোমবার (২১ জানুয়ারি)সকাল ১১টার দিকে হাইওয়ে থানার হল রুমে ওপেন হাউস ডে এর আয়োজন করা হয়।

এসময় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডের  বিভিন্ন সমস্যা তুলে ধরেন কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। এ সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে কাজ করার আশ্বাস দিয়েছেন  উপস্থিত পুলিশ কর্মকর্তারা।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার শাহ আলম,এস আই দিপকসহ থানার পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও