মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

সিআরবিতে বস্তিতে আগুন, ৩০টি ঘর ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ভোরবেলা হঠাৎ আগুন। মালিপাড়া বস্তির মানুষ তখনও পুরোপুরি জেগে ওঠেনি। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এক ঘর থেকে আরেক ঘরে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে আগুন লাগে চট্টগ্রামের সিআরবি এলাকার এই বস্তিতে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে গেছে অন্তত ৩০টি ঘর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা যায়নি।bsrm

সব হারিয়েছেন রিকশাচালক শামসুল হক। ছোট একটা ঘরে থাকতেন স্ত্রী ও দুই সন্তান নিয়ে। আগুন লাগার সময় সবাই ঘুমিয়ে ছিলেন।

তিনি জানান,“আগুন লাগার সময় চিৎকার শুনে উঠে দেখি ঘরের ভেতরে ধোঁয়া। দুই মেয়েকে নিয়ে কোনোভাবে বের হতে পেরেছি। সব পুড়ে গেছে। কাপড়, বই, টাকা-কিছুই বাঁচাতে পারিনি,” বললেন শামসুল।

বস্তির অনেক বাসিন্দা এখন খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন। কেউ কেউ আত্মীয়ের বাড়িতে উঠেছেন। এখনও কোনো সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন অনেকে।ads din

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও