বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

মা ও শিশুর আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবোঃ মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

মা, নবজাতক শিশু ও কিশোর-কিশোরীর আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে “Capacity Building of Providers on MNCAH Standards”  বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) কাজীর দেউড়ি ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এ কর্মশালায় চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।bsrm

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিসেফ বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ দোলোয়ার, ইউনিসেফ কনসালট্যান্ট ডা. সরোয়ার আলম, চসিক স্বাস্থ্য কর্মকর্তা হোসনে আরা বেগম, সহকারি স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, ইউনিসেফের ফ্যাসিলেটার তাসলিমা রহমান, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. সরোয়ার আলম সহ চসিকের চিকিৎসকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীতে নবজাতক শিশু ও মায়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে  পদক্ষেপ নিয়েছি। মেমন হাসপাতালকে একটি বিশেষায়িত মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছি। এতে নবজাতকরা উন্নত এনআইসিই সুবিধা পাবে এবং প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য আর অন্য কোথাও যেতে হবে না। শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টিকাদান কর্মসূচি আরও জোরদার করতে হবে। আমরা চাই প্রতিটি ওয়ার্ডে আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপিত হোক, যেখানে আধুনিক চিকিৎসার সুযোগ থাকবে।

রাতের জরুরি চিকিৎসাসেবা প্রসঙ্গে মেয়র বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রাতের শিফটে উপস্থিত থাকার বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে। তিনি বলেন, “রাতে জরুরি সেবা নিশ্চিত করতে সব ধরনের সহায়তা দেওয়া হবে, যাতে কোনো রোগী সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।”ads din

শিশুদের মানসিক স্বাস্থ্য ও সঠিক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে মেয়র বলেন, প্রতিটি স্কুলে চাইল্ড সাইকোলজিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, শিশুদের মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। অনেক মেধাবী শিক্ষার্থী আছে, যারা তাদের যথাযথ দক্ষতা প্রদর্শন করতে পারে না। চাইল্ড সাইকোলজিস্টের মাধ্যমে তাদের সাইকোথেরাপি দেওয়া হলে তারা ভালো ফলাফল করতে পারবে। সপ্তাহে অন্তত দুদিন তারা ক্লাস নিলে বাচ্চাদের মনোযোগ বাড়বে।”

তিনি আরও বলেন, “শহরের প্রতিটি নাগরিক যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আধুনিক ও সমন্বিত করতে পারলে চট্টগ্রামকে একটি ক্লীন, গ্রীন ও হেলদী সিটিতে রূপান্তর করা সম্ভব হবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও