বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

প্রগতি বিশ্বমানের কিয়া সিরাটো সিডান কার বাজারজাত করছে

নিজস্ব প্রতিবেদক

আজ (১৯মার্চ) দুপুরে প্রগতি ইন্ডাস্ট্রি লিমিটেড এর ঢাকাস্থ আঞ্চলিক অফিস ও শোরুম হতে প্রতিষ্ঠানটিতে সংযোজিত আধুনিক ফিচার সমৃদ্ধ কিয়া সিরাটো সিডান কার জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়। প্রগতির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ, এসিএস জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিনিধি সহকারী পরিচালক (অর্থ ও অডিট) ও হিসাবরক্ষণ কর্মকর্তা ড. মো. রেজাউল কবির বিএমএস এর কাছে গাড়ির চাবি তুলে দেন।
এসময় প্রগতির ঢাকা আঞ্চলিক অফিসের ইনচার্জ মিজ মরিয়ম পারভীন, বিপণন বিভাগীয় প্রধান মো. সাইদুর রহমান জামালীসহ উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। কিয়া কোম্পানী’র এ গাড়ি রানওয়ে রেডসহ পাওয়া যাচ্ছে আটটি ভিন্ন ভিন্ন কালারে। ১৫৯১সিসির গাড়িটিতে আছে গামা ১.৬এমপিআই গ্যাসোলিন জ্বালানী সাশ্রয়ই ইঞ্জিন, সানরুফ ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা।

bsrm

সর্বশেষ

এই বিভাগের আরও