বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

সমস্যা সমাধানে শুধু প্রেসক্রিপশন নয় ওষুধও দিতে হবেঃ এমপি মামুন

নিজস্ব প্রতিবেদক *

এসজেএফ নেতৃবৃন্দ সীতাকুণ্ডের সমস্যাসম্বলিত ১৯ দফা দাবী এমপি এস এম আল মামুনের কাছে হস্তান্তর করছেন

“সীতাকুণ্ডের বিরাজমান সকল সমস্যা আমার নখদর্পণে আছে। সীতাকুণ্ড চন্দ্রনাথধামের নিরাপত্তা বিধান করা, ক্যাবল কার চালু করা, সমুদ্রোপকূলীয় বেড়িবাঁধের স্লুইচগেট সংস্কারসহ বিভিন্ন সমস্যা সমাধান প্রক্রিয়ায় আছে। শুধু সমস্যার প্রেসক্রিপশন দিলে হবে না, ওষুধও দিতে হবে।”bsrm

আজ শুক্রবার (১৯জানুয়ারি) সকাল ১১টায় সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম(এসজেএফ) নেতৃবৃন্দ সীতাকুণ্ডের দ্বাদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপি এস এম আল মামুনকে ফুলেল শুভেচ্ছা ও সীতাকুণ্ডের সমস্যাসম্বলিত ১৯ দফা কর্মসূচি পেশকালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম শহরের খুলশির বাসভবনে অনির্ধারিত মতবিনিময়সভায় নতুন এমপি এস আল মামুনের উদ্দেশ্যে এসজেএফ এর ১৯দফা কর্মসূচি পাঠ করে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ। এমপি মামুন অত্যন্ত মনোযোগ ও ধৈর্যসহকারে এসব দাবী শোনেন। এবং তিনি যোগ করেন, এ সকল সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে মাঝাঘষা করে আসছি, সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছি। তবে সমস্যা তুলে ধরা যত সহজ, সমাধান করা  ততোটা জটিল ও কঠিন। তবে এসব সমস্যা তিনি পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। অত্যন্ত আন্তরিক সৌহার্দ্যপূর্ন পরিবেশে মতবিনিময় পর্ব সম্পন্ন হয়। এছাড়া তিনি সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের পৃষ্ঠপোষক সদস্য হওয়ার সম্মতি দেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ।

সীতাকুণ্ডের নবনির্বাচিত এমপি এস এম আল মামুনকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন এসজেএফ নেতৃবৃন্দ

 ads din

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসজেএফ এর পৃষ্ঠপোষক সদস্য চট্টগ্রাম বন্দরের প্রধান প্রকৌশলী  রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. নজমুল হক, সভাপতি আজিজ আহমেদ চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি আজম খান, সহ-সভাপতি রোটারিয়ান মো. আমজাদ হোসেন, সহ-সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, সহ- সম্পাদক রোটারিয়ান মো. শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক (১) জাহেদ হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক (২) মোহাম্মদ বোরহান উদ্দিন, সহ-মহিলাবিষয়ক  সম্পাদক ভাটিয়ারি ইউনিয়নের সংরক্ষিত আসনের মেম্বার কহিনুর বেগম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলা উদ্দিন, সহ-তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাংবাদিক হাকিম মোল্লা, নির্বাহী সদস্য রবি চন্দ্র দাশ রবিন্স, অধ্যাপক সঞ্জয় রায়, আবু নাছের রিপন, আজীবন সদস্য সাধন বিকাশ পাল প্রমুখ।

ফৌজদাহাটে এসজেএফ এর মতবিনিয়ম সভা

সীতাকুণ্ড উপজেলার বিরাজমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময়সভার অংশ হিসেবে আগামীকাল (২০জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সলিমপুর ইউনিয়নের মতবিনিময়য়সভা অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে  সৈয়দপুর, বাড়বকুণ্ড, ভাচিয়ারি ও কুমিরা ইউনিয়নে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। ফৌজদারহাটে জলিল গেটের বিপরীতে বাদশাহ ফেয়ারল্যাণ্ড মিলনায়তনে অনুষ্ঠেয় সভায় সংশ্লিষ্ট সকলেকে উপস্থিত থাকতে সংগঠনের সভাপতি- সাধারণ সম্পাদক অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও