মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

মানবিক মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে হবে : পেয়ারুল ইসলাম

চট্টগ্রাম জেলা পরিষদের অনুদানে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট পরিচালিত জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের কর্মচারী ও জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ ও মিডওয়াফারী ইনস্টিটিউট ছাত্রীদের মাঝে উপহারস্বরূপ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ করছেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (১৮জানুয়ারি)   চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।bsrm

জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য রাইসুল ইসলাম চৌধুরী এমিল, শহীদুল ইসলাম পিন্টু, মোহম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, সমাজসেবক মো. আলমগীর, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার ও হাসপাতালের ইনচার্জ মো. আবদুল মান্নান, ডা. শারমিন শরীফসহ চিকিৎসকগণ, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌলা সুজন এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মো. ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান সহ ইউনিট ও হাসপাতালের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, মানবিক মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে হবে। হাসপাতালের উন্নয়নে নিজ নিজ কর্মচারীদের আত্মনিয়োগ করতে হবে। রোগীদের মনে করতে হবে নিজের পরিবারের লোকদের তাদের আপন করে নিয়ে সেবা প্রদান করতে হবে। বর্তমানে হাসপাতালের যে উন্নয়ন সাধিত হয়েছে তাই সব আপনারা অনুধাবন করতে পারছেন। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রধানতম লক্ষ্য।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও