সীতাকুণ্ড প্রতিনিধি *
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া সমুদ্র উপকূলীয় এলাকায় অবস্থিত মো. মাহাবুব আলম মালিকানাধীন এম.এ শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীরা জানান,মালিক পক্ষের অবহেলা ও নিরাপত্তাহীনতার কারণে এ ধরনের দুর্ঘটনা বার বার হচ্ছে।এর আগে ২০২২ সালের রুবেল নামের স্থানীয় এক যুবক একি ইয়ার্ডে দুর্ঘটনা ঘটে মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বারআউলিয়া এলাকায় এম.এ শিপব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় ইঞ্জিন রুমে আগুন লাগে। তারপর আগুন জাহাজের কেবিন সহ চারিদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে,ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে নিশ্চিত করেন কুমিরা ফায়ার সার্ভিস অফিসার আল মামুন।তিনি বলেন,এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।কিভাবে আগুনের সূত্রপাত এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আপাতত বলা যাচ্ছে না।তবে এই বিষয়ে মালিক পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।