সীতাকুণ্ড প্রতিনিধি *
সীতাকুণ্ডের বড়দারোগাহাট আব্দুর রউফ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম আর নেই।তিনি আজ বৃহস্পতিবার সকালে বেসরকারি একটি হাসপাতালে মাত্র ৪৮ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন। তার বাড়ি বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদাইনগর গ্রামে। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ২মেয়ে, ২ভাই, ৪ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব রেখে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, ৬/৭মাস পূর্বে শিক্ষক নজরুলের কোমর ও হাড়ের ব্যথা অনুভব হলে পরীক্ষা নিরীক্ষার পর শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার পরও অবস্থার উন্নতি হয়নি। দীর্ঘ ৫মাসেরও বেশি সময় দুরারোগ্যব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে ইংরেজি সাহিত্যের মেধাবী শিক্ষক নজরুল না ফেরার দেশে চলে গেলেন।
শিক্ষক নজরুল ইসলামের মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা , পরিচালনা কমিটি ও ছাত্র-ছাত্রীরা শোকাহত হয়ে পড়েন।
আজ বৃহস্পতিবার যে বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন সেই স্কুল মাঠে আসর নামাজের পর অনুষ্ঠিত হবে জানাজা।