সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নায়েক (অব.) শফিউল আলমের জানাযা নামাজ রাষ্ট্রীয় মর্যাদা, ফুলেল শ্রদ্ধা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে । আজ সোমবার সকাল ১০ টায় প্রথম জানাযার নামাজ সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী , বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কয়েকহাজার মানুষ জাতির সূর্যসন্তান মরহুম শফিউল আলমের জানাজায় শরিক হন।
জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বর্তমান সরকারে সদ্য অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত জসিম মাহমুদ।

সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল আলম আজাদ এর পরিচালনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আবুল মনছুর, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বিএস সি, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদর, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন ,জামায়াতের সাবেক আমির তহিদুল হক চৌধুরী,অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এবং দিশারী যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু প্রমুখ জানাযার নামাজে মরহুমের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখছেন।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন এবং দোয়া কামনা করেন নায়েক শফির দ্বিতীয় পুত্র নুর ইলাহী জুয়েল।
এরপর গার্ড অব অনার প্রদর্শন করেন সীতাকুণ্ড মডেল থানার একদল চৌকস পুলিশ সদস্য। এ সময় সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন মরহুমের কফিনে শ্রদ্ধা জানান।
এরপর মরহুম বীরমুক্তিযোদ্ধা শফিউল আলম এর জন্মস্থান পৌরসভা এলাকার পশ্চিম মহাবদেবপুর আজগর আলী জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে জাতির এ বীর শ্রেষ্ঠসন্তানকে সমাহিত করা হয়।
