বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল ইসলামী ব্যাংকের সাফা বন্দর শাখার উদ্যোগে গতকাল  ১৮ জানুয়ারি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত। সাফা বন্দর শাখার ব্যবস্থাপক আলা-নূর মুহাম্মদ হাসিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান সামিয়া তাহসিন, ঝালকাঠি শাখার ব্যবস্থাপক সৈয়দ কামরুল আহসান, বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমীন শরীফ ও ভাঙ্গা শাখার ব্যবস্থাপক জনাব মো. আসাদুজ্জামান হাওলাদারসহ শাখার কর্মকর্তাবৃন্দ। সমাবেশে প্রায় চারশত গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তুষ্টি প্রকাশ করে ব্যাংকের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক দেশের শরী’আহভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি ব্যাংক। তিন দশক ধরে এই ব্যাংক গ্রাহকদের চাহিদামাফিক ব্যাংকিং সেবা দিয়ে আসছে। বিগত সরকারের সময় এই ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে দুবৃত্তায়ন হয়েছিল, যার প্রভাব সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছিল। বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে; ফলে গ্রাহকদের মাঝে আস্থা পুণরায় ফিরে এসেছে। তিনি গ্রাহকদের এই ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।bsrm

সর্বশেষ

এই বিভাগের আরও