নিজস্ব প্রতিবেদক *
প্রিমিয়ার লিগে চেলসি টানা তৃতীয় জয় পেয়েছে । যদিও মাউরিসিও পচেত্তিনোর দল আরেকবার গোলমুখের সামনে ছিল বিবর্ণ। কোল পালমারের পেনাল্টি গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য, শনিবার ১-০ গোলে ফুলহ্যামকে হারিয়েছে ব্লুরা।
প্রথমার্ধের শেষ মুহূর্তে স্পট কিক থেকে বার্ন লেনোকে ভুলদিকে পাঠিয়ে গোল করেন পালমার। বক্সের মধ্যে রহিম স্টার্লিংকে ইসা ডিওপ ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা।
এটি ছিল পালমারের নবম লিগ গোল, গত মৌসুমের পুরোটা সময়ে চেলসির শীর্ষ গোলদাতার চেয়ে দুটি বেশি।
গ্রীষ্মকালীন দলবদলে শেষ মুহূর্তে ম্যানসিটি থেকে চেলসিতে চুক্তি করেন পালমার। দিনকে দিন নিজেকে ক্লাবটির বিপদজনক খেলোয়াড় হিসেবে পরিচিত করছেন তিনি। যদিও মিডলসবার্গের বিপক্ষে লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে দলের হারে সুযোগ নষ্ট করে সমালোচিত হন তিনি।
ফুলহ্যাম সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। ৭৩তম মিনিটে রাউল জিমেনেজের শট এক হাতে সেভ করেন কিপার জর্ডি পেত্রোভিচ। চেলসি কিপার তারও আগে প্রথমার্ধে হ্যারি উইলসনের প্রচেষ্টা ব্যর্থ করেন।
গোল ব্যবধান বাড়াতে পারতো চেলসি। অধিনায়ক কনর গ্যালাঘেরের শট পোস্টে লাগে। পুরো ম্যাচে লক্ষ্যে চেলসির শট ছিল মাত্র তিনটি। গোলমুখের সামনে তাদের নিষ্ক্রিয়তার প্রতিচ্ছবি এই পরিসংখ্যান।
এই জয়ে লিগ টেবিলে দুই ধাপ এগিয়ে আটে চেলসি। এক ম্যাচ কম খেলা ম্যানইউ ও নিউক্যাসেল ইউনাইটেডকে পেছনে ফেলেছে তারা। আর টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচ হারা ফুলহ্যাম ১৩তম স্থানেই আছে।