সিটি মেয়রের নির্বাচনি কমিটমেন্ট গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি বাস্তবায়নের লক্ষে ব্র্যাক ব্যাংক আগ্রবাদের উদ্যোগে কর্মকর্তাগন আজ মঙ্গলবার সকালে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সথে সাক্ষাত করে বর্জ্য সংগ্রহের জন্য এক হাজার বিন হস্তান্তর করেন।
মেয়র বেলন, আমরা নগরীর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গা মার্কেট ও প্লেসে বর্জ্য সংগ্রহের প্লাস্টিকের বিন বিতরণের শুরু করেছি। নগরবাসীকে পলিথিন, প্লাস্টিক, কর্কশিটসহ অপচনশীল দ্রব্যাদি যত্রতত্র নালা-নর্দমায় না ফেলে সেগুলো নির্দিষ্ট ডাস্টবিনে ফেরার আহ্বান জানাচ্ছি। কিছুদিন পর বর্ষা শুরু হবে। বর্ষায় অপচনশীল দ্রব্যাদি নালা খালে জমে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তাই জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেথে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে। মেয়র বর্জ্য সংগ্রহের বিন প্রদান করায় ব্র্যাক ব্যাংক আগ্রবাদ শাখার কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন- চসিকের প্রধান নির্বাহী কর্নকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মুহাম্মদ আশরাফুল আমিন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, ব্র্যাক ব্যাংক রিজিওনাল কর্পোরেট হেড চট্টগ্রামের কায়েস চৌধুরী, ইউনিট হেড নাগিস আক্তার মুন্নী, রিলেশীপ ম্যানেজার ইবনাত রেজা।
