শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

গাউসুলআজম মাইজভাণ্ডারী স্মারক সেমিনার লেখক সম্মাননা অনুষ্ঠান  ১৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

মাইজভাণ্ডার দরবার শরীফে অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও বাংলার জমিনে মাইজভাণ্ডারী তরিকার মহান প্রবর্তক গাউসুলআজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা  শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)এর মহান ১১৯তম পবিত্র ওরশ শরীফ উপলক্ষে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউসে মাইজভাণ্ডারী- চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় গাউসুলআজম মাইজভাণ্ডারী স্মারক সেমিনার ও জ্ঞানভাণ্ডার প্রকাশনার লেখক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আওলাদ রাসুল (দ.) আওলাদে গাউসুলআজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।bsrm

“আদর্শ প্রজন্ম গড়তে মাইজভাণ্ডারী দর্শন এবং বৈশ্বিক কাওয়ালী সংস্কৃতির প্রেক্ষাপটে মাইজভাণ্ডারী কাওয়ালী” বিষয়ের ওপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওলাদ রাসুল (দ.) আওলাদে গাউসুলআজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী

সর্বশেষ

ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত

এই বিভাগের আরও