রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃ ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের  অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সোমবার(১৩ জানুয়ারি ২৫) দুপুরে দিকে উপজেলার সদরের বিভিন্ন দোকোনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম।bsrm

অভিযানে উপস্থিত ছিলেন সীতাকুন্ড মডেল থানার পুলিশ এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শকসহ প্রমুখ।

এসময় বাজারের দোকানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না থাকায় অননুমোদিত রং ব্যবহার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা মতে মোট ছয়টি প্রতিষ্ঠান মালিকদের জরিমানা করা হয়। তারা হলেন-মো. জাফরকে ৫ হাজার, মো. বেলাল হোসেনকে ২ হাজার , মো নিজামকে ১ হাজার , কামরুল হাসানকে ১ হাজার, মাজিদুল ইসলাকে ৩শত, মো. শাহাদাত হোসেনকে ৫০ হাজার টাকাসহ মোট ৫৯ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়।

মোবাইলকোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম।
ads din

সর্বশেষ

এই বিভাগের আরও