রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫

বাড়বকুণ্ড তাহেরিয়াপাড়া বায়তুন সালাম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন 

 সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড তাহেরিয়াপাড়া বায়তুন সালাম  জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন  করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট  শিপ ব্রেকার্স ব্যবসায়ী ভাটিয়ারীর কৃতি সন্তান মো. সাহাবুদ্দিন।

আজ সোমবার সকাল ১১ টায় তাহেরিয়াপাড়ায়  নির্মানস্হল মসজিদের প্রাঙ্গনে মসজিদ কমিটির উপদেষ্টা মো ইলিয়াছ ও একেএম নুর নেওয়াজের পরিচালনায়  বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,চট্টগ্রাম জেলা কৃষক দলের আহবায়ক বদরুল আলম বদরুল,সীতাকুণ্ড  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. সাঈদ, জায়গা দানকারী চাঁনমিয়া পরিবারের পক্ষে রুহুল আমিন,বিনাশ্রমে মসজিদ নক্সকারী ইন্জিনিয়ার আবু জাফর, অহিদুন্ননবী,মো. হোসাইন,মো. মুছা আহমেদ।bsrm

তাছাড়া উপস্হিত ছিলেন জেলা যুবদলের সদস্য  মো. লোকমান হোসেন রাকিব, বাড়বকুণ্ড যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন বিকসুসহ এলাকার মুসল্লী,গণ্যমান্য ব্যক্তিবর্গ, জায়গা ও অর্থ দানকারী উপস্হিত ছিলেন।   উক্ত মসজিদের তিত্বীয় তলা নির্মাণ ব্যয় ধরা হয়েছে অনুমানিক তিন কোটি,প্রথম তলা নির্মাণের দায়িত্ব নিয়েছেন প্রধান অতিথি আলহাজ্ব মো. সাহাব উদ্দিন।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও