শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রামের খুলশী এলাকা থেকে

স্কচটেপ প্যাঁচানো ও হাত-পা বাঁধা অজ্ঞাত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক মধ্যবয়সী ব্যক্তির লাশ চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরীর খুলশী থানাধীন রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপ গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।bsrm

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

নিহতের বয়স আনুমানিক ৪৮-৫০ বছর। নিহতের মুখে স্কচটেপ ও হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ১১টা ২০ মিনিট) নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোরে আমরা ঘটনাস্থলে এসেছি এখন পর্যন্ত লাশ উদ্ধারে কাজ করতেছি। পরিচয় সনাক্তেও কাজ করা হচ্ছে।ads din

সর্বশেষ

ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত

এই বিভাগের আরও