শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

খেলাপি বিনিয়োগ আদায়ে ইউনিয়ন ব্যাংকের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন ব্যাংক পিএলসি নতুন বছরে খেলাপি বিনিয়োগ আদায়ের লক্ষে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে গত ৬ জানুয়ারি ব্যাংকের খেলাপি গ্রাহক দ্য এ্যারিস্টোক্রেট এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান খানের কাছে ব্যাংকের প্রায় ১২৪.১৭কোটি টাকা পাওনা আদায়ের লক্ষ্যে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এ প্রতিষ্ঠানের অফিসের সামনে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে অন্য ঋণখেলাপীদের অফিসের সামনে একই ধরনের কর্মসূচি পালন করেছেন ব্যাংক নির্বাহী ও কর্মকর্তারা।

ইউনিয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের সভা  গত ৯ জানুয়ারি ২০২৫ তারিখে ইউনিয়ন ব্যাংক পিএলসি’র নবগঠিত পরিচালনা পর্ষদের ১৩তম সভা ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ। উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম এফসিএ, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ, মোহাম্মদ সাইফুল আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব)  শফিউদ্দিন আহমেদ ও উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম।bsrm

বক্তব্য রাখছেন ইউনিয়ন ব্যাংক পিএলসি চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ

সর্বশেষ

ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত

এই বিভাগের আরও