শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

খালেদা জিয়ার চিকিৎসা শুরু লন্ডন ক্লিনিকে

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের লন্ডনের ‘দ্য ক্লিনিক’ নামের একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসার প্রথমে চলছে শারীরিক পরীক্ষা নিরীক্ষা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।bsrm

এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে দ্য ক্লিনিকে ভর্তি করানো হয়েছে। তার চিকিৎসা শুরু হয়েছে। এখন কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা আলোচনা করে পরবর্তী চিকিৎসা শুরু করবেন।

তিনি বলেন, আপাতত পরীক্ষা-নিরীক্ষা শেষে বেগম জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় থাকবেন।

ads din

সর্বশেষ

ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত

এই বিভাগের আরও