রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫

মাদরাসা শিক্ষার্থীদের সমাজে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম আইডিয়াল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ সোমবার মাদরাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদরাসার শিক্ষার্থীদের শুধু কোরআন-হাদিসের জ্ঞান অর্জনই নয়, সেই জ্ঞানের আলো সমাজে ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে কোরআন ও সুন্নাহর মূলনীতি অনুসরণ করে আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।”

তিনি আরো বলেন, “আজ যারা পুরস্কৃত হয়েছে, তাদের আমি অভিনন্দন জানাই। যারা এইবার সফল হতে পারেনি, তাদের প্রতি আমার পরামর্শ তোমরা আজ থেকেই নিয়মিত অধ্যয়ন করো এবং কোরআন সহি-শুদ্ধভাবে পড়ার প্রতি মনোযোগী হও। আগামীতে তোমরাও সফল হতে পারবে।”bsrm

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু মহসিন চৌধুরী, দিদারুল ইসলাম, মাওলানা ছলিম উল্লাহ হাবিবী, হাসানুল করিম, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা জয়নাল আবেদিন আল কাদেরী, হাফেজ মাওলানা রিদওয়ানুল হক, হাফেজ মাওলানা এহসানুল হক, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, কামাল হোসেন, ফারুক হোসেন স্বপন, নূর হোসেন, সাফওয়ান, ইমরান, মোবারক, বেলাল, শাহনেওয়াজ, দিদারুল আলম, নিজাম উদ্দিন এবং অন্যান্য বিশিষ্টজন।

উপস্থিত বক্তারা ইসলামী শিক্ষার গুরুত্ব ও নৈতিকতার আলোকে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও