রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫

সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আজ (২১ ডিসেম্বর) প্রায় দিনভর অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম (এসজেএফ) এর বার্ষিক সাধারণসভা বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি আজিজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন। অর্থবিষয়ক প্রতিবেদন তুলে ধরেন এসজেএফ এর প্রতিষ্ঠাতা সদস্য ও অর্থসচিব মোহাম্মদ বোরহান উদ্দিন।bsrm

সভাপতির বক্তব্য রাখছেন এসজেএফ এর সভাপতি আজিজ আহমেদ চৌধুরী

সভায় এসজেএফকে শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান, পৃষ্ঠপোষক সদস্য রোটারিয়ান ইঞ্জিনিয়ার নজমুল হক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুর সোলেমান ও জনতা ব্যাংকের সাবেক ডিজিএম রাখাল রঞ্জন নাগ, কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি জসিম উদ্দিন মোবারক, সহ-সভাপতি মো. শামসুল আরেফিন, সহ-সম্পাদক আলাউদ্দিন চৌধুরী,সহ-সম্পাদক অধ্যাপক সঞ্জয় রায় ,সহ-সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী বিটু, সাংগঠনিক সম্পাদক (১) জাহেদ হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক (২) ইফতেখার আহমদ জুয়েল, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক মো. মোবারক আলী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সহ বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নবীউল আলম, তথ্য ও সম্প্রচার সম্পাদক সাংবাদিক হাকিম মোল্লা, তথ্য ও সম্প্রচার সম্পাদক আবু নাছের রিপন, মহিলাবিষয়ক সম্পাদক শামীমা আক্তার লাভলী,যুববিষযক সম্পাদক গিয়াসউদ্দিন টিটু, সহ যুববিষযক সম্পাদক,নবিউল আলম, দপ্তর সম্পাদক সুজিত পাল, সহ-সাংস্কৃতিক সম্পাদক রঞ্জন কুমার দাশ।

আজীবন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মো. আবুল মনছুর ভূঁইয়া, ব্যবসায়ী মোহাম্মদ লুৎফর রহমান, প্রফেসর হারেছ আহমদ, প্রধানশিক্ষক মোহাম্মদ ইসহাক, প্রধানশিক্ষক সঞ্জীব দে রেড্ডি, সাংবাদিক মোহাম্মদ সেলিম, প্রধানশিক্ষক এ এস এম বাহার উদ্দিন, সমাজসেবী ও শিক্ষানুরাগী ডা. মানিক লাল দাশগুপ্ত, এডভোকেট পান্না বণিক, মো. জহুর মিয়া, মো. একরাম উল্লাহ নয়ন, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার নাথ, রবি চন্দ্র দাশ,(রবিনস) , শিক্ষিকা সৈয়দা রহিমা নার্গিস লিলি, সাংবাদিক খোকন চন্দ্র নাথ, মোহাম্মদ মশিউল করিম ভুঁইয়া, এ এম এস আজম (আরজু),মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. মোস্তফা কামাল চৌধুরী, মো. হারুনুর রশিদ, শিক্ষক সৈয়দা কানিজ পারভীন কেলি, শিক্ষক পলাশ চন্দ্র নাথ, নিজাম উদ্দিন সুমন, মোহাম্মদ আলী, তাপস চন্দ্র কর্মকার, সমীরণ দত্ত,মোস্তফা কামাল চৌধুরী, শিক্ষিকা মোমেনা শাহীন চৌধুরী, আবদুল্লাহ মোহাম্মদ তাহের,মোহাম্মদ সাহাব উদ্দিন ও মো. মেজবা উদ্দীন রাসেল।ads din

পুরো এজিএম সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ইউসুফ।

সভাশেষে সকলে মধ্যাহ্নভোজে শরিক হন।

সর্বশেষ

এই বিভাগের আরও