মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ডে এক রাতে ৪টি গরু চুরি

সীতাকুণ্ড প্রতিনিধি *

bsrm

চট্টগ্রামের সীতাকুণ্ডে গরু চোরের উপদ্রব বেড়ে গেছে। বৃহস্পতিবার (১১জানুয়ারি) দিবাগত রাতেও উপজেলার শীতলপুর গোয়ালঘরে তালা কেটে মদন হাট ফরেস্ট অফিস পাহাড়ি এলাকায় তিন কৃষকের ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে।

অনেক কষ্টেসৃষ্টে লালন-পালন করে বিক্রিযোগ্য করা গরু ৪টি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক সাইফুল,মনোয়ারা ও নুরুল ইসলাম।

তারা জানান,কোরবানকে সামনে রেখে ৪টি গরুকে যত্ন সহকারে মোটাতাজা ও হাটে বিক্রির উপযোগী করা হচ্ছে। কিন্তু বিক্রির আগে রাত গতকাল গভীর রাতে গরু ৪টি চুরি করে নিয়ে যায়।এগুলোকে মোটাতাজা করতে তার লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে।চুরি হওয়া চারটি গরুর মূল্য দাম প্রায় ৫ লক্ষ টাকা হবে বলে জানান তারা।গরু চুরির বৃদ্ধি হওয়ায় আতংকিত হয়ে পড়েছেন অন্য কৃষকরা।ads din

তারা আরো জানান,গরুগুলো দিয়ে চাষাবাদের কাজও করানো হয়।সকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও আমরা গরুগুলোর কোনো সন্ধান পায়নি।এ ব্যাপারে আমরা স্থানীয় ইউপি সদস্যকে অভিযোগ করেছি। ইতিমধ্যে এখানকার মুরাদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকেও কয়েকজনের গরু চুরির ঘটনা ঘটেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও