চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নম্বর সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয় মাঠে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা তিনটার দিকে এই টুর্নামেন্টের শুরু হয়।
সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমলকদর।
টুর্নামেন্টের উদ্বোধন করেন সীতাকুণ্ড পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোবারক হোসেন জামশেদ ও সদস্য সচিব ইকবাল হোসেনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল মনসুর, বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন চৌধুরী, উত্তর জেলা হিন্দু বৌদ্ধ কল্যাণ ফান্ডের আহবায়ক জিতেন্দ্র নারায়ন দাস, জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়, সাবেক পৌর কাউন্সিলর সেলিম উদ্দিন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আইনুল কামাল প্রমুখ।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নির্মল স্মৃতি সংসদ (জাফর নগরকে) ১-০ গোলে হারায় কুসুমপুর একাদশ পটিয়া। টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করছে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ ৩৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফিসহ ২০ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হবে। স্থানীয় নুনাছড়া যুব সংঘের ব্যানারে যুবদল এ টুর্নামেন্ট আয়োজন করে।