রাজধানী উত্তরার লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
রাজধানী উত্তরার লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের ব্রিফ করছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেয়া
রাজধানী উত্তরার লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের ব্রিফ করছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে উত্তরার লাভলীন রেস্টুরেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট যায়। পরে আরও ৪টি ইউনিট যোগ দেয়। আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকর্মীদের। মোট ১২টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত মোট ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন নারী ও একজন পুরুষ রয়েছেন। তারা সবাই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, রেস্টুরেন্টের গ্যাসে লিকেজ থেকে আগুন লেগেছে। সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। ভবনটি ছিল ঝুঁকিপূর্ণ। কোনো ফায়ার সেফটি ছিল না।
তাজুল ইসলাম জানান, ভবনটিতে কোনো বাণিজ্যিক অনুমোদন ছিল না। এই ভবনে একটি মাত্র সিঁড়ি ছিল। কোনো ফায়ার এক্সিট ছিলও না।