রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫

বিজয় দিবসে এফইএবি চট্টগ্রাম কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)- চট্টগ্রাম কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই সময় কেন্দ্রের সিনিয়র প্রকৌশলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

পরে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকৌশলী মিয়া মোহাম্মদ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এফইএবি চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। এতে আরো আলোচনা করেন এফইএবি চট্টগ্রামের সহ-সভাপতি প্রকৌশলী মমিনুল হক, সদস্য প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম ও প্রকৌশলী মো. ফরিদুল আলম।bsrm

প্রধান আলোচক প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, প্রথম ও দ্বিতীয় বিজয়ের সকল শহীদদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীন এদেশে বৈষম্যমুক্ত, সকল ধর্মের অংশগ্রহণ, পেশীশক্তি মুক্ত ও মেধার ভিত্তিতে দায়িত্ব প্রদানের মাধ্যমে একটি সুস্থ ধারার বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণ প্রয়োজন। এক্ষেত্রে সকল প্রকৌশলীদের স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। প্রধান আলোচক নব্য স্বাধীন এদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।

সভাপতি তাঁর বক্তব্যে প্রথম ও দ্বিতীয় বিজয় অর্জনে অবদান রাখা সকল শহীদদের নামে নামফলক স্থাপন এবং তাঁদের যথাযথ মর্যাদা দেয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি দ্বিতীয় বিজয়ে অংশগ্রহণকারী সকল আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান ও পরিবারের সদস্যদের রাষ্ট্রীয়ভাবে সহায়তা দেয়ার উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশী প্রকৌশলী ও অন্যান্য কর্মজীবীদের পরিবর্তে দেশের দক্ষ ও অভিজ্ঞদের নিয়োগ প্রদান করে বেকার সমস্যা নিরসন, লালখান বাজার হতে পতেঙ্গা পর্যন্ত নির্মিত ফ্লাইওভারের শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলীফ এর নামে নামকরনের দাবী উত্থাপন করেন। তাঁরা সম্প্রতি আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে বহিরাগত দ্বারা প্রকৌশলীদেরকে হেনস্তা করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে এধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে সেজন্য আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান।ads din

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে প্রকৌশলী অহিদুল ইসলাম, প্রকৌশলী মেজবাহ উদ্দিন খালেদ, প্রকৌশলী ফেরদৌস, প্রকৌশলী এএসএম শাহজাহান প্রকৌশলী আহাদ, প্রকৌশলী ফরহাদ, প্রকৌশলী মো. মামুন ও অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও