রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রশংসাপত্র বিতরণ করা হয়

এমএফজেএফ স্পোকেন ইংলিশ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মহসিন- ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন –এমএফজেএফ এর উদ্যোগে ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্পোকেন ইংলিশ কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৭ডিসেম্বর) সকালে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

গত ১৮ মে এই স্পোকেন ইংলিশ কোর্স শুরু হয়। টেন মিনিট স্কুলের প্রধানপ্রশিক্ষক মুনজেরিন শহীদ সীতাকুণ্ড উপজেলার ১৪৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ দেন। ভবিষ্যত প্রজন্মকে ইংরেজিতে কথা বলায় দক্ষ করে তোলার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।bsrm

পবিত্র কোরান তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমএফজেএফ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফরোজা হক। অনুষ্ঠানে কোর্সভুক্ত কয়েকজন শিক্ষার্থী ইংরেজিতে তাদের মনোভাব প্রকাশ করে। অতঃপর  প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রশংসাপত্র বিতরণ করা হয়।

সীতাকুণ্ড জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুলের প্রধান নির্বাহী আয়মান সাদিক, প্রধানপ্রশিক্ষক মুনজেরিন শহীদ।  তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও উপদেশমূলক বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন এমএফজেএফ এর প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ও গ্রামীণ ডিজিটাল হেলথ এর প্রধান নির্বাহী কর্মকর্তা  ড. আহমদ আরমান সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড উপজেলা  প্রাথমিক শিক্ষাঅফিসার গোলাম রহমান চৌধুরী ও উপজেলা আইসিটি অফিসার আবদুর রহিম। এছাড়া  সীতাকুণ্ডের বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ ও এমএফজেএফ এর উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।ads din

মহসিন- ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন- যেটি বর্তমানে সীতাকুণ্ড উপজেলাব্যাপী সমাজকল্যাণমূলক কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, নারীদের স্বাবলম্বী করে তোলা, যুবউন্নয়ন, পরিবেশ রক্ষা ইত্যাদি নিয়ে কাজ করছে সংস্থাটি।

সর্বশেষ

এই বিভাগের আরও