চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শিল্পাঞ্চলে অবস্থিত বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজ এসএসসি ব্যাচ ২০০৫ এর পুনর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপি অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলের সাবেক শিক্ষার্থী নুর সোলায়মান এর উপস্থাপনা এবং কামরুজ্জামান এর সভাপতিত্বে সম্মানিত শিক্ষকদের সংবর্ধনা ও বিদ্যালয়ে অনুদান প্রদান করা হয়।
শিক্ষকদের মধ্যে সাবেক প্রধানশিক্ষক মো. রবিউল হোসেন, সাবেক শিক্ষক সুধীর চন্দ্র নমঃ, রবিন্দ্র কুমার দাশ, নেপাল চন্দ্র নাথ, শেখ শিরিন আকতার, মো. শাহ আলম, হারাধন নন্দী, মো. আবুল কাশেম, বাবুল বড়ুয়াসহ বর্তমান প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বিজয় কুমার দেব এব্ং শিক্ষার্থীদের মধ্যে সুশান্ত চক্রবর্তী রনি, মো. জোবায়ের হোসেন, বিজয় বড়ুয়া, সেকান্তর বাদশাসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রথম পর্বে ।
দ্বিতীয় পর্বে এসএসসি ব্যাচ ২০০৫ এর শিক্ষার্থী কামরুজ্জামান ৩৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়ায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পদে সালমা আক্তার এর পদোন্নতিতে সকল বন্ধুদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র এবং ফটোসেশনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।