বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
সীতাকুণ্ড সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উত্তর জেলা আমীর

বিগত ১৬ বছর সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল

সীতাকুণ্ড প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলাম সীতাকুণ্ড উপজেলা শাখার নেতৃবৃন্দ স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে

মতবিনিময় করেছেন।bsrm

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরীর ফৌজদারহাটস্থ বাসভবনে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন শিকদার।

তিনি বলেন, আমাদের বিগত ১৬ বছর সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। দীর্ঘদিন অন্যায়ভাবে আমাদেরকে সব কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। ঘরোয়া আলোচনা করলেও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মামলা জড়িয়ে জেলে দিতো।ads din

গত ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয় যে স্বাধীনতা অর্জিত হয়েছে তারপর থেকেই আমরা মুক্ত বাতাস নিতে পারছি। আর এ জন্য আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, যার যার জায়গা থেকে ভূমিকা নিতে হবে।

তিনি আরো বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায়বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার মিডিয়া বিভাগ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার সমাজ কল্যাণ সম্পাদক মাস্টার নুরুছ ছালাম, উত্তর জেলার মিডিয়া সম্পাদক  মুহাম্মদ রফিক, উপজেলার আমীর মওলানা মিজানুর রহমান, উপজেলার সেক্রেটারি মুহাম্মদ তাহের, উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ কুতুবউদ্দিন শিবলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সাবেক সভাপতি এম হেদায়েত,সৌমিত্র চক্রবর্তী,সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, নাসির উদ্দীন অনিক, এ্যাডভোকেট নাসির উদ্দীন। মত বিনিময় সভায় প্রেসক্লাবের  সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার।

সর্বশেষ

এই বিভাগের আরও