বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সীতাকুণ্ড পৌরসভায়।
গতকাল (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ড পৌরসভা কৃষকদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহবায়ক মো. বদিউল আলম বদরুল।
সীতাকুণ্ড পৌরসভা কৃষকদলের সভাপতি মো. নুরুল আফসারের সভাপতিত্বে ও পৌরসভা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আকাইদুল ইসলাম ডালিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা মো. ইউসুফ নিজামী, মো. জহুরুল আলম জহুর, মো. শামসুল আলম আজাদ,মুক্তিযোদ্ধা আবুল মুনছুর,বিএনপি নেতা মো. নাসির উদ্দীন,মোস্তাফিজুর রহমান হিরো, উপজেলা কৃষকদল সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন, বিএনপি নেতা মো. সেলিম কমিশনার আলাউদ্দিন, মো. ইমরান,আবু সিদ্দিক,মো. শহীদুল্লাহ,সাইফুল কাদের,ছাত্রনেতা রিফাত,কৃষকনেতা মো. মুসলিম উদ্দিন, মো. সোহেল, মো. তৌহিদুল ইসলাম ও মো. নুরুল ইসলাম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ | অনুষ্ঠান শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়।