রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল (১০ ডিসেম্বর) সন্ধ্যারাতে এটিএন নিউজ কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সাংবাদিক আলীয়ুর রহমান রুশাই।
পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের রোটারিপ্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি মো. আমজাদ হোসেন, পিপি রোটারিয়ান অধ্যাপক প্রদীপ কুমার দাশ,আইপিপি রোটারিয়ান মো. গোলাম মাওলা মামুন, সহসভাপতি রোটারিয়ান প্রিন্সিপাল জনার্দন কুমার বণিক , রোটারিয়ান কৃষিবিদ দীপক কুমার দাশ, রোটারিয়ান সাধন দত্ত, অতিথি এটিএন নিউজের সাংবাদিক মো.মনিরুল ইসলাম পারভেজ ,সাংবাদিক রোজী চৌধুরী ও ফটো সাংবাদিক রনি দাশ।
রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের গোড়াপত্তনের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বক্তারা বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এ ক্লাব এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। আগামীতেও সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত রোটারিয়ানেরা। তবে প্রতিষ্ঠাদিবসে বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে ঝিমিয়েপড়া ক্লাবটিকে রোটারি জগতে সুপরিচিত করার ক্ষেত্রে ক্লাবের সাবেক দুই সভাপতি রোটারিয়ান সাংবাদিক দেবদুলাল ভৌমিক ও রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।
ক্লাব সভাপতি সাংবাদিক আলীয়ুর রহমান তাঁর ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরে সেবাপ্রকল্পসমূহ বাস্তবায়নের জন্যে সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনাশেষে বিশিষ্ট ব্যবসায়ী সাধন দত্তকে রোটারিপিন পরিয়ে নতুন সদস্য হিসেবে বরণ করে নেয়া হয়। এছাড়া ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং ক্লাব প্রেসিডেন্টকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।