রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন ব্যাংক পিএলসি’র নবগঠিত নিরীক্ষা কমিটির ৫ম সভা ব্যাংকের  গুলশানস্থ প্রধান কার্যালয়ে গতকাল (১০ ডিসেম্বর)  অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম এফসিএ।

সভায় উপস্থিত ছিলেন নিরীক্ষা কমিটির সদস্য মোহাম্মদ সাইফুল আলম ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফি উদ্দিন আহমেদ। এখানে ব্যাংকের বিভিন্ন শাখার অডিট রিপোর্ট ও সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা করা হয়।bsrm

এদিকে গত ৯ ডিসেম্বর ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের আস্থা অধিকতর বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের নির্বাহীগণ ও ঢাকার পাশ্ববর্তী শাখাসমূহের সম্মানিত আমানতকারী, বিনিয়োগগ্রহীতা, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের সাথে প্রতিটি শাখায় মতবিনিময় করেন।

সভায় ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং ইউনিয়ন ব্যাংকের পরিকল্পনা উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরা হয়। গ্রাহকেরা ব্যাংকের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ ও নির্বাহীদের কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তাঁদের সাথে মতবিনিময়ের সুযোগ করে দেয়ার জন্যে ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তাঁর বলেন, আমরা ইউনিয়ন ব্যাংকের সাথে ছিলাম, আছি ও ভবিষ্যতেও থাকবো- ইনশাল্লাহ।

বাংলাদেশ ব্যাংকের সুপরিকল্পনা ও ব্যাংকের কর্মীবাহিনীর অক্লান্ত পরিশ্রমের ফলে গ্রাহকদের সরব উপস্থিতি ইউনিয়ন ব্যাংকে আরও বেশি কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এতে প্রতীয়মান হয় যে, ইউনিয়ন ব্যাংকের প্রতি গ্রাহক ও সর্বস্তরের জনগণের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সকলের এ আস্থা ধরে রাখার জন্যে ইউনিয়ন ব্যাংকের কর্মীবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও