বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

ইপিজেডে কার্টন তৈরির কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের ইপিজেডে ‘ইউনিটি অ্যাক্সেসরিজ ’ নামে একটি কার্টন তৈরির কারখানায় আগুন লেগেছে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বেপজা গেটের বিপরীতে ওই কারখানায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি কর্তৃপক্ষ।bsrm

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের কাছে বেপজা গেটে এক নম্বর রোডের একটা কারখানায় আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত তদন্তসাপেক্ষে পরে জানানো হবে।’

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও