বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ বীরগঞ্জে, আহত ২০

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ২০ বাসযাত্রী।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।bsrm

নিহতেরা হলেন পঞ্চগড় উপজেলার দেবীগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে দুর্ঘটনা-কবলিত হেরিটেজ স্লিপার বাসের চালক আব্দুল করিম (৩০), একই জেলার আহম্মেদ নগর এলাকার রফিকুল ইসলাম ছেলে ট্রাকচালক আনোয়ার হোসেন (২৮) ও ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল উপজেলার সুন্দোল গ্রামের মরহুম রেজাউল করিমের স্ত্রী হাসিনা বেগম।

এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর হাইওয়ে পুলিশের সার্জন আরেফিন ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল গফুর।

সার্জন আরেফিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও রাণীসংকৈলগামী হেরিটেজ স্লিপার বাসটি বীরগঞ্জ উপজেলার যদুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী ধানবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যানবাহন দু’টি রাস্তার ওপর দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসচালক আব্দুল করিম ও ট্রাকচালক আনোয়ার নামে দু’জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেকমপক্ষে ২০ বাসযাত্রী।ads din

তিনি আরো জানান, বীরগঞ্জ থানার পুলিশ, হাইওয়ে পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় তিন ঘণ্টা উদ্ধার তৎপরতা চালায়। হতাহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে ১১ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাকি আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, নিহতদের লাশ এবং গাড়ি দু’টি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও