চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে শেষতক মুক্তি পেলেন স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় বাদী থেকে প্রধান আসামি বনে যাওয়া সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে পুলিশ পাহারায় একটি সাদা রঙের প্রাইভেটকারে করে কারাগার ত্যাগ করেন।
তবে এ সময় বাবুল আক্তার গণমাধ্যমকর্মীসহ কারা ফটকে উপস্থিত কারো সঙ্গে কথা বলেননি। স্ত্রী মিতু হত্যা মামলায় ২০২১ সালের ১২মে গ্রেপ্তার হন বাবুল আক্তার। প্রায় ৩ বছর ৭ মাস শেষে তিনি মুক্তি পান। গত ২৭ নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। ১ ডিসেম্বর তার জামিননামা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আসে। কিন্তু সেদিন বিকেলেই হাইকোর্টের দেয়া জামিন বাতিল করতে বাবুল আক্তারের শ্বশুর মিতুর বাবা মোশাররফ হোসেন আপিল বিভাগে আবেদন করেন। আজ বুধবার বাবুল আক্তারকে দেয়া হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
তবে বাবুল আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া নিয়ে নানা নাটকীয়তায় ভরা ছিল গেল তিনদিন। হাইকোর্টের জামিননামা গত ১ ডিসেম্বর পৌঁছানোর পরও কারা কর্তৃপক্ষ বাবুলকে তিনদিন বেআইনিভাবে আটকে রাখেন বলে অভিযোগ করেছেন বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন।