ম্যাচ শেষের সাইরেন বেজে উঠতেই শুরু হলো উল্লাস। এক ঝাঁক লাল-সবুজ সৈনিকদের এই উদযাপনটাই তো মানায়। জুনিয়র হকি এশিয়া কাপে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে বাংলাদেশ যুব হকি দল নাম লিখিয়েছে আগামী বছর ভারতে হতে যাওয়া যুব হকি বিশ্বকাপে। প্রথমবারের মতো হকির কোনো বিশ্বকাপ আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ওমানের মাসকটে অনূর্ধ্ব-১৯ দল এই ইতিহাস।
ডাবল সেঞ্চুরি করা অমিত হাসানই এনসিএলের টুর্নামেন্টসেরাডাবল সেঞ্চুরি করা অমিত হাসানই এনসিএলের টুর্নামেন্টসেরা
ম্যাচটা ছিল পঞ্চম থেকে সপ্তম স্থান নির্ধারণী। ‘বি’ গ্রুপের তৃতীয় দল হিসেবে তারা অংশ নেয় এই ম্যাচে। প্রতিপক্ষ থাইল্যান্ডকে কোনো সুযোগ না দিয়ে ম্যাচটা জিতে নেয় মওদুদুর রহমান শুভর শিষ্যরা। এই ম্যাচ জয়ের ফলে এশিয়া থেকে সুযোগ পেতে যাওয়া ছয় দলের মধ্যে প্রবেশ করেছে বাংলাদেশ। এখন তারা পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচটি খেলবে দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যে ম্যাচের বিপক্ষের বিপক্ষে।
হকির কোনো পর্যায়েই কখনও বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। তরুণদের হাত ধরে সেই স্বপ্ন পূরণ হলো এবার। আয়োজক হিসেবে আগেই বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত ছিল ভারতের। জুনিয়র এশিয়া কাপ থেকে সেরা ছয় দল তাই যাবে বিশ্বকাপে। এখানে ভারতও খেলছে। তবে তাদের র্যাংকিং থাকবে হিসেবের বাইরে। অর্থাৎ ভারতসহ সাত দল এবার খেলবে বিশ্বকাপে।
সন্দেহ দূর করতে অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিবসন্দেহ দূর করতে অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব
আজকের ম্যাচটা নিয়ে খুব বেশি ভাবনার কিছু ছিল না। তারপরও মাস্ট উইন ম্যাচ বলেই অতিরিক্ত চাপে ভেঙে পড়ার একটা শঙ্কা ছিল। সেটা অবশ্য হয়নি। বরং প্রথম কোয়ার্টারেই দুই গোলের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ও থাইল্যান্ড আরেকটি করে গোল করে। ৩-১ স্কোরলাইন নিয়ে মধ্য বিরতিতে যায় দুই দল। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরো তিন গোল করে জয়ের পথে আরও এগিয়ে যায় তারা। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি গোল করে। থাইল্যান্ড চতুর্থ কোয়ার্টারে আরেকটি গোল করে কেবল হারের ব্যবধান কমিয়েছে।