বিএনপি, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও মৎস্যজীবীদলের সম্মেলন ও কমিটি গঠিত চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি,সেচ্ছাসেবক দল, শ্রমিকদল এবং মৎস্যজীবীদলের সম্মেলন ও কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৩ টায় গোডাউন রোডে সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল কাদের সাইফুল, সেক্রেটারি নুর মোস্তফার সভাপতিত্বে ও পৌর শ্রমিকদলের সভাপতি সাদেক এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, উত্তর জেলা কৃষকদলের সভাপতি বদিউল আলম বদরুল, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুপ নিজামী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর সামছুল আলম আজাদ, পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহম্মদ ছলু, বীর মুক্তিযোদ্বা আবুল মুনছুর,,জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন নেছা নার্গিস,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম নাসির,প্রগতি ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেড সিবিএ সভাপতি নাসির উদ্দিন, পৌর বিএনপির সদস্য বখতিয়ার উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন পৌরসভার ০১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম কাউন্সিলর,সেক্রেটারি নুরুল আলম বাবুল,০৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর ইমরান,০২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দিক বাল্লা, সাধারণ সম্পাদক রুবেল, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,
০৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ০৮ নংম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাত হোসেন রফিক, সাধারণ সম্পাদক নাজমুল হুদা সোহাগ, ০৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন,পৌর বিএনপির সদস্য কেফায়েত, দিদারুল আলম, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজা চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক অমেলেন্দু কনক,পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক মহিম উদ্দিন মহিম, জামাল উদ্দিন, আকবর,পৌর মহিলা দলের সভাপতি সাবেক কাউন্সিলর মাসুদা খায়ের, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর ফজিলাতুন নেছা হোসনা, সাবেক কাউন্সিলর মাহফুজা মাওলা লাকি, পৌর কৃষকদল সভাপতি আফসার, সাধারণ সম্পাদক ডালিম,পৌর মৎস্যজীবী দলের সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইলিয়াছ ভুট্টু,পৌর শ্রমিকদলের সেক্রেটারি মো. আলাউদ্দিন,পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহিন, সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মাসুদ হোসেন, যুবদল নেতা সুমন পৌর ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল, যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত,কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফ জিকু,সদস্য সচিব সাকিল,ওলামা দলের সভাপতি কাজি মোজাহের খান,পৌর পুজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সুজন মল্লিক,০৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি নজির, সাংগঠনিক সম্পাদক নিজাম, ০৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুল, সেক্রেটারি আলাউদ্দিন,যুবদল নেতা আমজাদ, ইলিয়াছ, শ্রমিক দলের সভাপতি মামুন, সেক্রেটারি আকবর, কৃষকদলের সভাপতি নাসির, সাধারণ সম্পাদক সোহেল,সেচ্ছাসেবক দলের সভাপতি সজিব, সেক্রেটারি ইমাম, ছাত্রদল নেতা মাইন উদ্দিন, আহসান মুন্না, মুন, আকিব, আকাশ, সানি, শরিফ,তারেক, ০৩ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদল,কৃষকদল, মৎস্যজীবী দল, শ্রমিকদল,সহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
সম্মেলনে নেতারা বলেন, দেশে শান্তি ফিরে আনতে হলে বিএনপির হাতকে শক্তিশালি করতে হবে। কারণ দেশে আওয়ামী লীগ সরকার ১৬ বছর নির্যাতন চালিয়েছে। আজ তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এত নির্যাতনের পরেও বিএনপি দেশ ছেড়ে কোথাও যায়নি শুধু দেশের মানুষের কথা চিন্তা করে । তাই সুন্দরভাবে রাষ্ট্র গড়ে তুলতে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দেয়ার আহবান জানান নেতাকর্মীরা ।