বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সীতাকুণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম আদালতের তরুণ আইনজীবী মো. সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে  চট্টগ্রামের সীতাকুণ্ডে।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলা পৌরসদর বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতৃত্বে সর্বস্তরের মুসল্লিরা এক বিক্ষোভ মিছিল  করেছে। এসময় কট্টরপন্থী জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে শতশত মানুষ আল্লাহু আকবর স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলে সবশ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মিছিলটি আলিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস -উত্তর বাজার প্রদক্ষিণ করে কলেজ রোডের মুখে এসে শেষ হয়। এতে সংক্ষিপ্ত বক্তৃতায় ছাত্রসমাজ জোরালোভাবে ইসকনকে নিষিদ্ধ করা এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফের চিহ্নিত খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানায়।bsrm

সর্বশেষ

এই বিভাগের আরও