রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বর্ষ সমাপনী ও বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

স্মৃতিচারণ, নাচ,গান,কবিতা আবৃত্তি ও নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে  চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবারের পঞ্চম শ্রেণির  ১৩৭ জন ছাত্র ছাত্রীকে বিদায় জানালো হলো।  ৫/৬বছরের শৈশব জীবনের নানা স্মৃতিবিজড়িত প্রাথমিক বিদ্যালয়ে তাদের ছিলো আজ শেষ দিন।

শিক্ষকদের সার্বিক সহযোগিতায় অত্যন্ত সৃশৃংখলভাবে   আজ (২৮নভেম্বর) বিকেলে বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয় বর্ষসমাপনী ও বিদায় অনুষ্ঠান।bsrm

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রথমে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান।

বিগত ৫/৬বছরের ভালোমন্দ, নানা ত্রুটিবিচ্যুতি এবং আগামীর স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও উপদেশমূলক শুভেচ্ছা বক্তব্য রাখেন  বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ইয়াসমিন।

পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীরা

সহকারী শিক্ষক জোবায়দা ইয়াছমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদ্য অবসরপ্রাপ্ত  সহকারী শিক্ষক পবিত্র কুমার চক্রবর্তী। পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণমূল বক্তব্য রাখেন জান্নাতুল রাফসান ও পল্লব দাস নিরব।ads din

এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবশিত হয়। এক  আনন্দঘন পরিবেশে কাটা হয় কেক। এরপর সন্ধ্যা পর্যন্ত  প্রিয় শিক্ষক ও বিদায়ী ছাত্র ছাত্রীরা ফটোশেসনে মেতে ওঠে।

বিদায়বেলায়  আনন্দ উল্লাসে মেতে ওঠলওে শেষতক আবেগআপ্লুত হয়ে ওঠে বেশিরভাগ শিক্ষার্থী। কান্নায় ভেঙ্গে পড়ে অনেকেই।

পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের মাঝে মঞ্চে শিক্ষকেরা

 

,

সর্বশেষ

এই বিভাগের আরও